কম্পিউটার আর্কিটেকচার (Computer Architecture) কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এ কম্পিউটার আর্কিটেকচার হচ্ছে কম্পিউটার সিস্টেমের কনসেপচুয়াল নকশা এবং কম্পিউটারের বেসিক অপারেশনের গঠন বিন্যাস। কম্পিউটার সিস্টেমে যে-সব বৈশিষ্ট্য প্রোগ্রামারের কাছে দৃশ্যমান অথবা প্রোগ্রামের লজিক্যাল এক্সিকিউশনের উপর যে-সব বৈশিষ্ট্যের সরাসরি প্রভাব আছে, তাকে কম্পিউটার আর্কিটেকচার বলে। উদাহরণস্বরূপ বলা যায় আর্কিটেকচারাল বৈশিষ্ট্যের মধ্যে আছে ইনস্ট্রাকশন সেট, বিভিন্ন ডাটাটাইপ রিপ্রেজেন্ট করতে ব্যবহৃত বিটের সংখ্যা, ইনপুট আউটপুট মেকানিজম এবং মেমরি অ্যাড্রেসিং-এর জন্য বিভিন্ন পদ্ধতি । কম্পিউটার আর্কিটেকচারের দুটি ধারা প্রচলিত আছে। একটি হলো হার্ভার্ড আর্কিটেকচার ও অপরটি ভন নিউম্যান বা প্রিন্সটন আর্কিটেকচার। আধুনিক কম্পিউটার আর্কিটেকচার (Modern Computer Architecture) আধুনিক কম্পিউটারের মৌলিক আর্কিটেকচার । হার্ভার্ড আর্কিটেকচার দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এই আর্কিটেকচার নিয়ে গবেষণা করা হয়। হাওয়ার্ড আইকেন প্রথম এই আর্কিটেকচার প্রস্তাব করেন। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণে এই আর্কিটেকচার ব্যবহার করা ছিল মূল উদ্দেশ্য। তবে বাণিজ্যিকভাবে এই আর্কিটেকচার খুব বেশি সফল নয়। মার্ক-১, ২, ৩, ৪ কম্পিউটার এই প্রযুক্তিতে তৈরি প্রথম প্রজন্মের কম্পিউটার। হার্ভার্ড আর্কিটেকচারের বৈশিষ্ট্য (i) ডাটা ও ইনস্ট্রাকশনকে পৃথক পৃথক মেমরিতে রাখা হত। (ii) ইনস্ট্রাকশনের শব্দ দৈর্ঘ্য বিভিন্ন রকমের ছিল। এর পরিবর্তন আনলে ডাটার কোনো পরিবর্তন হয় না। (iii) ইনস্ট্রাকশন পৃথক মেমরিতে থাকায় ভন নিউম্যান বা প্রিন্সটন আর্কিটেকচার জন ভন নিউম্যান একজন বিখ্যাত হাঙ্গেরীয় আমেরিকার অভিবাসী গণিতবিদ। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে ১৯৪৫ সালে। স্টোরড প্রসিডিউর-এর উপর ভিত্তি করে কম্পিউটারের আর্কিটেকচার ডিজাইন করেন। অর্থাৎ, 'ডন নিউম্যান স্থাপত্য' মানেই আধুনিক কম্পিউটার যা সংরক্ষিত প্রোগ্রাম বা Stored Program ধারণাকে বাস্তবে রূপায়িত করেছে। এই আর্কিটেকচারে ডাটা ও ইনস্ট্রাকশন একই মেমরিতে থাকে। কন্ট্রোল ইউনিটের নিয়ন্ত্রণে সিপিইউ মেমরি থেকে ডাটা নিয়ে ফলাফল আবার মেমরিতে পাঠায়। মেমরির সাথে ইনপুট/আউটপুট পোর্টের মাধ্যমে ইনপুট/আউটপুট ডিভাইসগুলো সংযুক্ত থাকে। “ফেন-এক্সিকিউট সাইকেল” এর মাধ্যমে ইনস্ট্রাকশন নির্বাহ করে ডাটা কিংবা ইনস্ট্রাকশন সিপিইউ থেকে মেমরিতে এবং মেমরি থেকে ইনপুট/আউটপুটে বাস বা সিস্টেম বাসের মাধ্যমে চলাচল করে।
Unlocking Online Success: Why Justoctane SEO Services are the Best Choice for Businesses in Boca Raton, Florida.
Best Justoctane SEO Services Boca Raton in Florida Are you looking for the best SEO services in Boca Raton, Florida? Look no further than Justoctane SEO services. As a leading provider of SEO services, Justoctane has helped numerous businesses in the Boca Raton area achieve top rankings on search engine results pages. In this blog post, we will explore why Justoctane is the best choice for SEO services in Boca Raton. Experience and Expertise Justoctane has a team of experienced and highly skilled SEO professionals who have a deep understanding of search engine algorithms and the latest SEO techniques. Their expertise allows them to create customized SEO strategies that are tailored to the specific needs of each client. The Justoctane team has worked with businesses in various industries and niches, providing them with a wealth of knowledge and experience to draw from when creating effective SEO strategies. Comprehensive Services Justoctane offers a wide range of SEO services, incl...
Comments
Post a Comment