কম্পিউটার আর্কিটেকচার/সংগঠনঃ কম্পিউটার আর্কিটেকচার কম্পিউটার সিস্টেম একটি বিস্তৃত পদ্ধতি। যে-সব যন্ত্রপাতি দিয়ে কম্পিউটার তৈরি, তাকে হার্ডওয়্যার বলে। যেমন— আইসি, হার্ডডিস্ক, মাদারবোর্ড, স্ক্যানার ইত্যাদি। আধুনিক কম্পিউটার সিস্টেমের প্রধান সাংগঠনিক অংশগুলো হলো (i) গ্রহণমুখ বিভাগ(Input unit) (ii) স্মৃতি বিভাগ (Memory Unit) (iii) গাণিতিক যুক্তি অংশ (Arithmatic Logic Unit) (iv) নিয়ন্ত্রণ বিভাগ (Control Unit) (v) নির্গমন মুখ (Output Unit) কম্পিউটার আর্কিটেকচার/সংগঠনসমূহের ব্যাখ্যা : (1) গ্ৰহণমুখ (Input) : কম্পিউটারের সাহায্যে কোনো কাজ সম্পাদনের জন্য যে-সব যন্ত্রের সাহায্যে প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়, তাকে গ্রহণমুখ বলে। যেমন— কী-বোর্ড, মাউস, স্ক্যানার ইত্যাদি। সুতরাং গ্রহণমুখ নিম্নলিখিত ফাংশন সম্পাদন করে থাকে— (ক) এটা ইনস্ট্রাকশন এবং ডাটা গ্রহণ করে অথবা পড়ে। (খ) এ সমস্ত ইনস্ট্রাকশন এবং ডাটা কম্পিউটারের গ্রহণ উপযোগী গঠনে পরিবর্তন করে। (গ) এরপর এ পরিবর্তিত ইনস্ট্রাকশন এবং ডাটাকে পরবর্তী প্রসেসিং-এর জন্য কম্পিউটার সিস্টেমে সরবরাহ করে। (ii) স্মৃতি বিভাগ (Memory Unit) : ...
TheTechStorror is the knowledge source for all the best tools, ideas and resources in technology. Built by an enthusiastic team of developers, designers and researchers that love to learn tech and write articles on their favorite topics.